আজ থেকে সরকারি দামে ডিম পাওয়া যাবে
ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ডিমের উৎপাদক ও সংশ্লিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে পাইকারি পর্যায়ে সরকার নির্ধারিত ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মধ্যরাতে রাজধানীর কাপ্তানবাজারের ডিমের আড়তে খামারিদের সাথে নিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো আলীম আখতার খান।
এসময় আলীম আখতার খান বলেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে ডিম পৌঁছাতে পাঁচবারের বেশি হাতবদল হয়। এই মধ্যস্বত্ত্বভোগীদের কারণে ভোক্তারা যৌক্তিক মূল্য পাচ্ছে না বলে অভিযোগ করেন । এখন থেকে ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে ডিম পৌঁছাবে বলেও আশা করেন তিনি। এসময় ডিমের ব্যবসায়ীরাও সরকার নির্ধারিত দামে ডিম বিক্রির আশ্বাস দেন। এর আগে কৃষি বিপণন অধিদপ্তর প্রতিটি ডিম উৎপাদক পর্যায়ে দশ টাকা ৮৭ পয়সা এবং খুচরা পর্যায়ে এগারো টাকা ৮৭ পয়সায় বিক্রির নির্দেশ দেয়।
আজ থেকে সরকারি দামে ডিম পাওয়া যাবে। বিস্তারিত দেখুন ভিডিওতে।