ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
চাকরি থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে ধামরাইতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া অবরোধের মুখে মহাসড়কের দুই পাশে আটকে পড়েছে যানবাহন, সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ভোগান্তির মুখে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসমুখো যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মো. সারোয়ার আলম।
বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন পলমল গ্রুপের প্রতিষ্ঠান নাপা অ্যাপারেলসের শ্রমিকরা। তাদের অভিযোগ, নাপা অ্যাপারেলস নামের তৈরি পোশাক কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক রয়েছেন। কর্তৃপক্ষ কোনো ধরনের নোটিশ বা কারণ ছাড়াই কয়েক দিন ধরে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে শতাধিক শ্রমিক ছাঁটাই করে।
শ্রমিকরা জানান, আইন অনুযায়ী একজন শ্রমিককে ছাঁটাই করতে হলে কমপক্ষে তিন মাস ১৩ দিনের বেতন দিতে হয়। কিন্তু কোনো নোটিশ বা কারণ ছাড়াই সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাদের বের করে দিয়েছে। আরও অনেককে ছাঁটাই করবে বলে জানা গেছে। এর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বুধবার কাজ বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিষয়টি নিয়ে কারখানার জিএম তুষার আহমেদের সঙ্গে যোগাযোগের করা হলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
শিল্প পুলিশের পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, বুধবার (আজ) বৈঠক করে সমাধান করার আশ্বাস দিয়েছিল কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের তেমন উদ্যোগ না দেখে শ্রমিকরা আবার আন্দোলনে নেমেছেন।
সাধারণ মানুষের দুর্বিষহ ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নানাভাবে বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তাতে সায় দেননি শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
অন্যদিকে, লাগাতার দুদিন অবরোধের পর স্বাভাবিক রয়েছে আশুলিয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। মঙ্গলবার রাতে জলকামান দিয়ে আন্দোলনরত জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।