আশুলিয়ায় সেনাসদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৪
আশুলিয়ায় সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগে মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাত সরদারের কাছে থাকা লুট করা স্বর্ণালংকার ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর কামরাঙ্গীরচর ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
সংবাদ সম্মেলন শাহীনুর কবির জানান, গত ১৬ আগস্ট দিনগত রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় সাবেক সেনা সদস্য সার্জেন্ট (অব.) জহিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে ডাকাতরা ৩২ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় আড়াই লাখ টাকা লুট করে নেয়। এই ঘটনায় পরদিন ওই সাবেক সেনা সদস্য আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে তদন্ত নামে পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ এই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ৮ জন ডাকাতকে প্রাথমিকভাবে শনাক্ত করে।
মামলার পর গতকাল বুধবার (২৩ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে প্রথমে ডাকাত সদস্য জামাই স্বপন, ওহাব ও রুবেলকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যমতে, গাজীপুরের কাশিমপুর বাজার থেকে মূলহোতা সরদার রফিককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রফিকের তথ্য মতে, তার বাসায় তল্লাশি চালিয়ে লুট করা স্বর্ণালংকার ও নগদ টাকা জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এই ডাকাতির ঘটনায় জড়িত বাকি ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। লুট করা বাকি মালামাল উদ্ধারসহ পলাতক ডাকাত সদস্যদের গ্রেপ্তারে প্রয়োজনীয় তথ্যের জন্য গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।