শেরপুরে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারোপাহাড়ের বাতকুচি এলাকায় বিদ্যুতায়িত হয়ে মারা গেছে একটি বন্যহাতি। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে এই ঘটনা ঘটে।
বন বিভাগের লোকজন এ ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটর জব্দ করেছে এবং জেনারেটর বহনকারী ভ্যানচালককে আটক করেছে।
বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান স্থানীয়দের উদ্ধৃত করে বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে বাতকুচি এলাকায় ফসলের মাঠে তাণ্ডব চালায় বন্যহাতির একটি পাল। এ সময় ফসল রক্ষার জন্য বৈদ্যুতিক জেনারেটরের তারে বিদ্যুতায়িত হয়ে পালের একটি হাতি মারা যায়। গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে হাতি তাড়িয়ে দিলে, মৃত হাতিটিকে তারা দেখতে পায়। পরে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে এসে জেনারেটর নিয়ে ভ্যানে করে পালিয়ে যাওয়ার সময় জেনারেটর উদ্ধার করে এবং ভ্যানচালক শহিদুল ইসলামকে আটক করে।
বন সংরক্ষক সাদেকুল ইসলাম নিশ্চিত করেন, বিদ্যুতায়িত হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। মৃত হাতিটি মাদি এবং তার বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হবে।