নাব্য সংকটে আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নাব্য সংকটের কারণে শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার পর থেকে বন্ধ আছে মানিকগঞ্জের আরিচা এবং পাবনার কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
বিআইডব্লিউটিসি জানায়, স্বাভাবিক লোড নিয়ে একটি রো রো ফেরি চলতে পানির গভীরতা প্রয়োজন ৮ ফুট। কিন্তু এপ্রোচ চ্যানেলের কিছু অংশে পানির গভীরতা আছে ছয় থেকে সাড়ে ৬ ফুট। এ কারণে ফেরি চলতে গেলে ডুবো চরে আটকে যাচ্ছে। সংকট প্রকট আকার ধারণ করলে রাত ১০টার পর থেকে সার্ভিস পুরোপুরি বন্ধ রয়েছে।
তবে সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কতৃর্পক্ষ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি এর কাজীরহাট ঘাটের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান।
ফখরুজ্জামান জানান, গত শুক্রবার (১ নভেম্বর) দিনগত রাত ৯টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্য সংকটে প্রতিবছর এই সময়ে এমনটি হয়। নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় ফেরি চলাচলের চ্যানেলটি আরও সরু হয়ে যাওয়ায় চলতি বছর গত এক সপ্তাহ ধরে ফেরিগুলো বিভিন্ন সময় চরে আটকে পড়ছিল। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে।
দুই পারে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন। তবে অনেকেই ঘাট থেকে বিকল্প পথে চলে যাচ্ছে। ফেরি চলাচল কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি বিআইডব্লিউটিসি। আরিচা-কাজীরহাট নৌ-রুটটি যমুনা সেতুর বিকল্প হিসাবে ব্যবহার হয়।
ট্রাকচালক মনির মিয়া বলেন, ফেরি বন্ধ থাকায় কাল রাত থেকে ঘাটে আটকে আছি। ঘাটে এমনিতেই ফেরি কম। এরমধ্যে মাঝে মাঝেই নদীতে ফেরি আটকা পড়ে। ফলে পারাপারে সময় বেশি লাগছে। ভোগান্তি থেকে রেহাই নেই।