আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/03/netaa_greptaar.jpg)
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগে জলিল মাদবর ওরফে বোমা জলিল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল শনিবার (২ নভেম্বর) রাজধানীর শাহবাগ এলাকার আলপনা টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
জলিল শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী।
তাপস কর্মকার জানান, গত ৫ আগস্ট রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী আন্দোলন করার সময় বেশকিছু অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকিস্টিক ও লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
তাপস কর্মকার আরও বলেন, এ ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজন ডিএমপির যাত্রাবাড়ী থানায় প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে হত্যার অভিযোগ করে। তদন্তে সত্যতা পাওয়ায় শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী এম এ জলিল ওরফে জলিল মাদবর ওরফে বোমা জলিলসহ ১৪৮ জন এবং অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার বিষয়টি জানতে পেরে আসামি জলিলসহ অন্যান্য তারা আত্মগোপনে চলে যান।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামি কুখ্যাত সন্ত্রাসী বোমা জলিল তার নেতৃত্বে অন্যান্য সহযোগীদের মাধ্যমে ওই এলাকায় চুরি, ছিনতাই, সম্পদ লুট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, মাদক ব্যবসা, মাদক সেবন ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। এ ছাড়া জলিলের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরা থানায় নাশকতা ও হত্যা চেষ্টাসহ মোট ১৪টি মামলা রয়েছে।