ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাহেন্দ্রচালক (অজ্ঞাতপরিচয়) ও মো. আলতাফ হোসেন (৪৫)।
নিহত আলতাফের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামে। এ সময় মাহেন্দ্রতে থাকা আরও নয় যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত সবার নাম-পরিচয় জানা যায়নি।
নিহত আলতাফের শাশুড়ি ছালেহা বেগম বলেন, আমরা মাহেন্দ্রতে চালকসহ মোট ১১ জন ছিলাম। এরমধ্যে আমার মেয়ের জামাই ও গাড়িচালক নিহত হয়েছেন। বাকিরা সবাই আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে পিংড়ি এলাকায় একটি ইট বোঝাই ট্রলি ঝালকাঠির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর চালক ও গাড়িতে থাকা আলতাফ নামে এক যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় মহাসড়কটির দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মিরানা আফরোজ অন্নি জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহতদের মধ্যে একজন যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আরতাফ হোসেন। তিনি কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা। মাহিন্দ্রর চালকও নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।