উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন, শপথ সন্ধ্যায়
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন। আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে নতুন সদস্যরা শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হচ্ছে। তবে কতজন যুক্ত হচ্ছেন, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না।
আজ সন্ধ্যার পরে বঙ্গভবনের দরবার হলে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, পাঁচটি গাড়ি আগে থেকে প্রস্তুত রাখা হয়েছে। বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে নতুন উপদেষ্টাদের বাড়িতে পাঠানো হবে এসব গাড়ি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বর্তমানে ২০ জন উপদেষ্টা রয়েছেন।
এদিকে, আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এটিকে আনুষ্ঠানিক বৈঠক হিসাবে বর্ণনা করেছে।