রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলি, ঢাকায় গ্রেপ্তার
গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণকারী বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
গ্রেপ্তার বাপ্পি চৌধুরী রনি রাজশাহীর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৫ আগস্ট রনি ও তার সহযোগী রুপস মিলে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন। এরমধ্যে রনিকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেদিনের ভিডিওতে দেখা গেছে, রনি ও তার সহযোগী রুপস অস্ত্র হাতে মহড়া দিচ্ছেন এবং ছাত্র-জনতার ওপর গুলি করছেন।