অক্টোবর থেকে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু
অক্টোবর থেকে ডেঙ্গুতে মৃত্যুর প্রবণতা বেড়েছে। গত মাসে ডেঙ্গুতে ১৩৪ জনের মৃত্যু হয়েছিল। আর চলতি মাসে আজ পাঁচজনের মৃত্যুসহ ১৩ দিনে এ রোগে মারা গেছে ৭৫ জন।
আজ বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এক হাজার ২২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ৩১২ জন ভর্তি হয়েছেন। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৩ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৬ হাজার ২১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ২০৪ জন।