নির্বাচনের ব্যবস্থা না করলে দেশে স্বাভাবিক অবস্থা ফিরবে না : আসাদুল হাবিব দুলু
সরকার যত দিন পর্যন্ত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করবে ততদিন দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আসাদুল হাবিব দুলু।
আসাদুল হাবিব দুলু, প্রতিদিন-প্রতিনিয়ত আইনশৃঙ্খলার যে অবনতি দেখছি, এ থেকে আমাদের মনে হচ্ছে পতিত সরকার নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাজনৈতিক নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না।
আসাদুল হাবিব দুলু আরও বলেন, আমরা মনে করছি অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে। এই গড়িমসির কারণে পতিত সরকারের নানা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন, আত্মত্যাগ যেন বিনষ্ট না হয়।
দুলু আরও বলেন, দ্রুততম সময়ে সংস্কারকাজ শেষ করে নির্বাচন দেওয়া প্রয়োজন, এতে দেশের উন্নয়ন হবে। নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন হোসেন ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।
লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গত ১২ নভেম্বর শুরু হয়। টুর্নামেন্টে রংপুর বিভাগের আট জেলার ১০টি দল অংশ নিচ্ছে।