মৌলভীবাজারে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও মেলা শুরু হয়েছে।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা মাঠে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এরপর জেলা প্রশাসকসহ অতিথিরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. জালাল উদ্দিন সরকার, অতিরিক্ত উপপরিচালক (পিপি) নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, সদর উপজেল কৃষি কর্মকর্তা নাগিব মাহফুজ প্রমুখ।
পরে সদর উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে মেলায় বিভিন্ন কেটাগরিতে ৩২টি স্টল স্থান পেয়েছে। আগামী ২৬ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য মেলা উন্মুক্ত থাকবে।