রাজধানীর সবুজবাগে মাছের ঘের থেকে পিস্তল উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/26/pistol.jpg)
রাজধানীর সবুজবাগে মাছের ঘের থেকে উদ্ধার হওয়া পিস্তল। ছবি : এনটিভি
রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় মাছের ঘের থেকে পরিত্যক্ত খালি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাতে ভাইকদিয়া এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তির মাছের ঘের থেকে পিস্তল ও ম্যাগজিনটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
সবুজবাগ থানার বরাত দিয়ে তালেবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাইকদিয়ার একটি মাছের ঘেরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় খালি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।