চট্টগ্রামে আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা
আগামীকাল বুধবার আইনজীবীরা চট্টগ্রামে আদালত বর্জন করবেন। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন ।
আগামীকাল আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় মামলা করা হবে। তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি)। সকালে আদালত প্রাঙ্গণে তাঁর জানাজা হবে।
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর আদালতে পুলিশের ধাওয়া খেয়ে তার সমর্থকদের হামলায় আহতের সংখ্যা বাড়ছে। হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ সময় তারা হামলা চালিয়ে আহত করেছে পুলিশ, সাংবাদিকসহ আরও বেশ কিছু সাধারণ মানুষকে।
জমি রেজেস্ট্রি করতে এসে ইসকনের হামলায় গুরুতর আহত হয়েছেন এনামুল হক নামে খাতুন গঞ্জের এক ব্যবসায়ী, পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক পুর্বকোণের ফটো সাংবাদিক মিয়া আলতাফ, পুলিশসহ ১০ সদস্য আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।
ইসকনের সদস্যরা পুলিশের তাড়া খেয়ে লালদীঘি ও আশপাশের এলাকায় যানবাহন ভাঙচুর করেছে অর্ধশত।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, সংর্ঘষের ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জহুরুল আলম জানিয়েছে, পুলিশের তাড়া খেয়ে ইসকনের কর্মীরা মসজিদের কাচ, আইনজীবীদের গাড়ি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আদালতের প্রতি তারা যে অসম্মান দেখিয়েছে তা নজিরবিহীন।
গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের পর্ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপিনেতা ফিরোজ খান। গতকাল সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণকে। আজ সকালে আনা হয় চট্টগ্রাম আদালতে।
গত ৫ আগস্ট গণবিক্ষোভে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লাগাতার জমায়েত করে উসকানিমূলক ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস।