মুন্নী সাহাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিল ডিবি
অনলাইন পোর্টাল এক টাকার খবরের সম্পাদক মুন্নী সাহাকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার কার্যালয় থেকে মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে, সাংবাদিক মুন্নী সাহা শনিবার রাত ১০টার দিকে জনতা টাওয়ারে এক টাকার খবরের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ধরেন। এ সময় জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মুন্নী সাহার বিরুদ্ধে একাধিক মামলা আছে। বিস্তারিত দেখুন ভিডিওতে।