বিএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজিবির সঙ্গে শুভেচ্ছা বিনিময়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/12/01/hili_pic.jpg)
দিনাজপুরের হিলি চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের জন্য মিষ্টি প্যাকেট পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে তারা। বিজিবিও দুই প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় তাদের।
আজ রোববার (১ ডিসেম্বর) বিএসএফ-বিজিবি জোয়ানরা মিষ্টির প্যাকেট বিনিময়ের মধ্য দিয়ে এ শুভেচ্ছা জানান।
ভারত-বাংলাদেশ প্রতিবেশী দেশ। তাই একে অপরের ওপর নির্ভরশীল। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছে ভারতের। প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও চলছে চুলচেরা বিশ্লেষণ। আবার বিভিন্ন অভিযোগে ইসকন নেতাকে গ্রেপ্তার করায় নতুন করে শুরু হয়েছে বাংলাদেশবিরোধী প্রচারণা। এমনই পরিস্থিতির মধ্যে আজ সকালে ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটে এই ভিন্নচিত্র দেখা যায়।
ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর রাজেশ বলদার বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার শাহাদত হোসেনের হাতে এই মিষ্টির প্যাকেট তুলে দেন। পক্ষান্তরে বিজিবিও তাদের পক্ষ থেকে দুটি মিষ্টির প্যাকেট উপহার দিয়ে বিএসএফের ৫৯তম প্রতিষ্ঠাবাষির্কীর শুভেচ্ছা জানায়। এ সময় কুশল বিনিময়ও হয়েছে তাদের মধ্যে।
এ শুভেচ্ছা বিনিময়ে প্রতীয়মান হয় দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় যা-ই হোক না কেন সীমান্ত সুরক্ষায় এই দুই বাহিনী নিজেদের মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায়।