‘১৭ বছর পর আব্বুকে সরাসরি দেখতে পাব’
আমার বয়স ১৭, আমার আব্বুর জেলে থাকার বয়সও ১৭। এই ১৭ বছর পর আব্বুকে সরাসরি দেখতে পাব।
মেয়েটি যখন কথাগুলো বলছিল, তখন তার আবেগ ও অনুভূতি লিখে প্রকাশের মতো না। যে চোখে আনন্দের ঝিলিক, সেই চোখেই ধুপছায়ার মতো খেলছে বেদনার রঙ।
বলছিলাম একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পাওয়া জাহাঙ্গীর আলমের মেয়ে সাফাজ হুমাইরার কথা। আজ রোববার (১ ডিসেম্বর) বাবার খালাসের খবরের পর তিনি এসব কথা বলেন।
সাফাজ হুমাইরা বলেন, আমার বয়স যখন ৪ মাস, তখন আমি কথাও বলতে পারতাম না। আব্বুকে চিনতামও না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে বাসায় কখনও আব্বুকে দেখিনি।
খালাসের খবরে আনন্দ প্রকাশ করে হুমাইরা বলেন, আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন একবার জেলখানায় আব্বুর সঙ্গে দেখা হয়েছে। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজ আমি অনেক খুশি।
জাহাঙ্গীরের বোন দাবি করেন, তার ভাই ও বাবার নামের সঙ্গে অন্য আসামির নাম-পরিচয়ের মিল থাকায় তাকে ভুলভাবে গ্রেপ্তার করা হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তাকে গ্রেপ্তারের পর এক মাস গুম করে রাখা হয়েছিল। তারপর তাকে পাওয়া গেলেও এতদিন যাবত এ মামলা চলমান ছিল।