আ.লীগনেতার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ, আহত ৪০
হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। আজ রোববার (১ ডিসেম্বর) রাতে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গুলি এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। হামলায়
আহতদের মধ্যে রুবেল মিয়া (৩০), মোতালিব মিয়া (৩২) ও নাসির মিয়াকে (৩০) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই উপজেলার নয়া পাথারিয়া গ্রামটি হবিগঞ্জ শহরতলীতে। বানিয়াচং থানা থেকে গ্রামটি অনেক দূরে হওয়ায় আসামিদের ধরা সম্ভব হচ্ছে না। আশিক মিয়া ও তার ছেলে ডিপজল দুর্ধর্ষ বলে জেনেছি। কিন্তু পুলিশ যাওয়ার খবর পেলেই তারা পালিয়ে যায়। তবে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের বাসিন্দা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি কারাবন্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা আহাদ মিয়ার সঙ্গে একই গ্রামের হাসন আলীর ছেলে সুরুজ আলীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে আজ রাতে তাদের উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহাদ মিয়ার ভাই বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগনেতা আশিক মিয়া ও তার ছেলে যুবলীগনেতা ডিপজল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এতে ৪০ জনের মতো লোক আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।