মুক্তি মেলেনি সাবেক এসপি বাবুল আক্তারের
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেইল বন্ড দেরিতে আসায় স্ত্রী মিতু হত্যা মামলার আসামি বরখাস্ত হওয়া পুলিশ সুপার বাবুল আক্তারের মুক্তি মেলেনি। আজ রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আদালত থেকে বেইল বন্ড ইস্যু করা হয় বলে জানান বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী।
এর আগে আজ সকালে জামিন আদেশের অনুলিপি মিতু হত্যা মামলার বিচারিক আদালত চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জমা দেওয়া হয়।
আ্জ বিকেলেই বাবুলের মুক্তি হতে পারে—এমন খবরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের বাইরে জড়ো হন সংবাদকর্মীরা। সন্ধ্যার দিকে কারাগারের ফটক দিয়ে ভিতরে যান তার বর্তমান স্ত্রী ইসরাত জাহান মুক্তা।
এর কিছুক্ষণ পর কারাগারের ফটকের বাইরে বাবুল আক্তারের আরেক আইনজীবী মামুনুল হক চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘জেল কর্তৃপক্ষ জানিয়েছে দেরিতে বেইল বন্ড পৌঁছানোর কারণে তাদের দাপ্তরিক সব কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই আজ তিনি মুক্তি পাচ্ছেন না। কাল সকালে মুক্তি পেতে পারেন।’
এর কিছু সময় পর বাবুল আক্তারের স্ত্রী ইসরাত জাহান মুক্তা কারাগার থেকে বেরিয়ে আসেন।
এদিকে বাবুল আক্তারের জামিন বাতিল চেয়ে চেম্বার জজের আদালতে আবেদন করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
প্রায় তিন বছর সাত মাস পর স্ত্রী মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার গত বুধবার হাইকোর্ট থেকে জামিন পান। হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ বাবুল আক্তারকে জামিনের আদেশ দেন।
বাবুলের স্ত্রী মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ’বাবুলের জামিন বাতিল চেয়ে গত বৃহস্পতিবার আমার আইনজীবীরা চেম্বার জজের আদালতে আবেদন করেছেন। মঙ্গলবার এ বিষয়ে আদেশ হতে পারে বলে শুনেছি।’