অবশেষে কারামুক্ত হলেন বাবুল আক্তার
স্ত্রী মিতু হত্যার ঘটনায় প্রায় সাড়ে তিন বছর পর কারামুক্ত হলেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। উচ্চ আদালতে জামিনের আদেশের পর আজ (৪ ডিসেম্বর) কারামুক্ত হন তিনি।
চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহিমের বরাত দিয়ে আডভোকেট শিশির মনির এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে মুক্ত হন বাবুল আক্তার। তার জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
২০২১ সালের ১২ মে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হন বাবুল আক্তার। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। দীর্ঘ সময়ে তিনি মামলাটিতে বেশ কয়েকবার জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। সবশেষ গত ২৭ নভেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এরপর ১ ডিসেম্বর বাবুল আক্তারের জামিনের আদেশ বিচারিক আদালত, অর্থাৎ তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জমা দেওয়া হয়। ওদিন বিকেলে জামিনের আদেশ কারাগারে পাঠানো হয়। কিন্তু, খবর আসে—বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে তার শ্বশুর অর্থাৎ মিতুর বাবা মোশাররফ হোসেনের আবেদনে কারবন্দিই থাকতে হয় তাকে।
এরপর আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হয়। এদিন আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। মিতুর বাবার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। শুনানি শেষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে বাবুল আক্তারের মুক্তিতে আর আইনগত বাধা উঠে যায়।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়।