যৌথ অভিযানে তিন সহোদরসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার মেঘনায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত আপন তিন ভাইসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এরপর আসামিদের দেওয়া তথ্যে বিপুল মাদক, নগদ টাকা ও ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী।
হোমনা, মেঘনা ও বাঞ্ছারামপুরের দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ওবায়দুল ও মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল সমন্বয়ে এ অভিযানে সেনাবাহিনীর ৪৫ ও পুলিশের ১২ জন সদস্য অংশ নেন।
এদিকে যৌথবাহিনীর অন্য আরেকটি অভিযানে খাইরুল ইসলাম নামে মাদক, ধর্ষণ ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিনগত গভীর রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
খাইরুল জিয়ারকান্দি এলাকার মো. হারুনের ছেলে। গ্রেপ্তারের পর তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।