মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৫৬ জন নির্বাচিত
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৫৬ প্রার্থী সচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (৪ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
নির্বাচিত ৫৬ জনের মধ্যে উপজাতি কোটায় একজন এবং সাধারণ কোটায় ৫৫ জন নির্বাচিত হন। এ ছাড়া ৬ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে।
নিয়োগ বোর্ডের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, এই নিয়োগের বিষয়ে কোনো রকম তদবির বা সুপারিশ না করায় মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ।
প্রাথমিকভাবে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তাদেরকে সততা ও দক্ষতার সাথে ভবিষ্যৎ কর্মজীবনে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি আশা করব তোমরাও সাধারণ জনগণকে সেই রকম সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত হয়ে পেশাদারত্বের সঙ্গে সেবা দেবে।'
এই নিয়োগে মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে মোট এক হাজার ৫০২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৪৭৫ প্রার্থী গত ২৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯১ প্রার্থী আজ মৌখিক পরীক্ষায় অংশ নেন।
অনলাইনে আবেদনকারী এক হাজার ৫০২ জনের মধ্যে গত ৪ নভেম্বর নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে এক হাজার ২১৯ জন প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের দিন উপস্থিত হন। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ৮২০ জনকে বাছাই করা হয়। এরপর গত ৫ নভেম্বর শারীরিক সহনশীলতা পরীক্ষা শেষে ৬৮২ জন এবং তৃতীয় ধাপে গত ৬ নভেম্বর লিখিত পরীক্ষার জন্য ৪৭৫ জন প্রার্থীকে নির্বাচন করা হয়।
ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকরাসহ নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।