নেচার ম্যাগাজিনের বর্ষসেরা শীর্ষ দশে ড. ইউনূস
যুক্তরাজ্য থেকে প্রকাশ হয় বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ‘নেচার’। তাদের বর্তমান সংখ্যায় গত কয়েক বছরের বিজ্ঞান ভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে নেপথ্যে থেকে ভূমিকা পালনের জন্য ১০ জনের নাম প্রকাশ করেছে। এই শীর্ষ দশে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
নেচার ম্যাগাগাজিনের দৃষ্টিতে অধ্যাপক ইউনূসকে একজন ‘নেশন বিল্ডার’ বা জাতি নির্মাণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ম্যাগাজিনটিতে ড. ইউনূস সম্পর্কে তার ব্যক্তিত্ব বিবরণীতে বলা হয়, বাংলাদেশে গত আগস্টে প্রাণঘাতি বিক্ষোভ ও আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার ব্যবস্থার পতন হয়। আর এই বিপ্লবের নেতৃত্বপ্রদানকরী ছাত্রদের একটি দাবি ছিল নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেশকে নেতৃত্ব দিতে হবে।
বায়োগ্রাফিতে বলা হয়, ড. ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটি। দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে পরীক্ষণীয় ধারণা প্রদানকারী মুহাম্মদ ইউনূসের পেশাগত জীবন ছয় যুগের বেশি সময় বিস্তৃত। তার পরিচিত মানুষজন জানেন, তিনি কীভাবে গবেষণার মাধ্যমে প্রক্রিয়া অনুসরণ করে নীতিমালার ভেতরে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানে গবেষণার মাধ্যমে বিশ্বকে নতুন মাত্রা দিতে বিশেষ অবদানের জন্য বিশ্বের সেরা ১০ জন ব্যক্তিত্বের একজন ইউনূস সম্বন্ধে আরও বলা হয়, আশির ঘরে বয়স হলেও তিনি মানসিক ও শারীরিকভাবে সমর্থ। তার রয়েছে সহমর্মিতার বোধ এবং তিনি একজন ভালো যোগাযোগকারীও বটে।