শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানান সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক : দুলু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। এ জন্য তাঁর বিচারে দাবি করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদা দুলু।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বিজয় সমাবেশে এ কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদা দুলু।
রুহুল কুদ্দুস তালুকদা দুলু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে একদলীয় শাসনের পথ তৈরি করে দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। অবসরে যাওয়ার পর ভালো জায়গায় পদায়নের জন্য বিচারপতি খায়রুল হক সংক্ষিপ্ত রায় জালিয়াতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন।
দুলু আরও বলেন, শেখ হাসিনার কথা মতো খায়রুল হক ২০১১ সালের ১০ মে দেওয়া সংক্ষিপ্ত রায় জালিয়াতি করে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের মাধ্যমে সংঘটিত সব খুন, গুম, গণহত্যার ও অরাজকতার দায় খায়রুল হক এড়াতে পারেন না।
দুলু আরও বলেন, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও তার দোসরদের প্রকাশ্য তৎপরতা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে তারা সরব। দেশ-বিদেশে বসে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা।
নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে কণ্ঠশিল্পী মনির খান, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন প্রমুখ বক্তব্য দেন।