হজ যাত্রী নিবন্ধনের সময় বাড়ল আরও ৮দিন
হজের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ বারের মতো আরও ৮দিন বাড়িয়েছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা-১ এর উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত হজযাত্রী নিবন্ধনের সবশেষ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “হজযাত্রী নিবন্ধনের সর্বশেষ বিজ্ঞপ্তি উপর্যুক্ত বিষয়ে ২০২৫ সনের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে ৩,০০,০০০.০০ (তিন লক্ষ) টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য সম্মানিত হজযাত্রীগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, বিশেষ বিবেচনায় হজ এজেন্সি এবং হজযাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে উক্ত সময় বৃদ্ধি করা হলো। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বর্ধিত সময়ের পর আর কোন সময় বৃদ্ধির সুযোগ নেই মর্মে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো।”
বাংলাদেশের জন্য ২০২৫ সালের হজে ১ লাখ ২৭ হাজার ১৯৮টি কোটা নির্ধারণ করে দিয়েছিল সৌদি আরব সরকার।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্যানুযায়ী, নির্ধারিত সময়ের শেষ দিন গত রোববার রাত পর্যন্ত হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৬৬ হাজার ৭৭২ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ‘প্রাথমিক নিবন্ধন’ করেছেন ৪ হাজার ৭৬১ জন এবং বেসরকারি মাধ্যমে করেছেন ৬২ হাজার ১১ জন। এ হিসাবে প্রায় অর্ধেক হজের কোটাই এবার পূরণ হয়নি। হজের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় ছিল প্রায় সাড়ে তিন মাসের মতো। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন হজের আনুষ্ঠানিকতা হবে
গত ৩০ অক্টোবর সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ঘোষিত সাশ্রয়ী সাধারণ প্যাকেজ-১ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের প্যাকেজ-১-এর চেয়ে ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে (প্যাকেজ-২) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এ হিসাব খাবার খরচ ছাড়া। বিগত হজে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৭ হাজার ৩৮৭ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এবার বিশেষ প্যাকেজ করা হয়নি।
এ ছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা (খাবার খরচ ছাড়া) নির্ধারণ করে দিয়েছে সরকার। গত ৬ নভেম্বর হাবের বাতিল হওয়ার কমিটি আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে দুটি প্যাকেজ ঘোষণা করে। ‘সাধারণ হজ এজেন্সির মালিকবৃন্দ’ ব্যানারে তারা এ প্যাকেজ ঘোষণা করে। খাবার খরচ যুক্ত করে সাধারণ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা। পরের দিন ৭ নভেম্বর ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকরা’ তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে। তাদের ঘোষণা করা প্রথম প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ১৮ হাজার টাকা, দ্বিতীয় প্যাকেজের মূল্য ৫ লাখ ৮৫ হাজার এবং বিশেষ হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা।