অনলাইনে প্রতারণার অভিযোগে ৫ জন রিমান্ডে
অনলাইনে প্রতারণার মাধ্যমে সাড়ে ২১ লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার দায়ের করা মামলায় ৫ আসামিকে একদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোতাফিজুর রহমান এই আদেশ দেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাজধানী ও কুমিল্লা থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাদের কারাগারে পাঠায় আদালত। এদিকে আজ ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির ফাইনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক(এসআই) মোস্তাক আহমেদ সাতজনকে হাজির করে সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক পাঁচ আসামির এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এছাড়া এ মামলায় গ্রেপ্তার দুই আসামি কিশোর বিধায় বিচারক শুনানির জন্য ১ জানুয়ারি দিন ধার্য করেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন—আশিক (২৭), ইমরান হাসান অপু (২১), কায়েদে আজম (২২), মেহেদী হাসান ওরফে সাব্বির (২২) ও ফয়সাল আহমেদ (২৩)।
এজাহার থেকে জানা গেছে , গত ২৩ অক্টোবর টেলিগ্রাম ও ই-মেইলের মাধ্যমে আপগ্রোথ কোম্পানি নামক একটি গ্রুপ থেকে চাকরির অফার পান মো. শাখাওয়াত হোসেন (২৮)। ওই দিন অনলাইনে তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ৭০০ টাকা আয় করেন। পরের দিন কাজের শুরুতে ১০ হাজার টাকা পাঠিয়ে দিনের শেষে ১৪ হাজার ফেরত পান। ২৫ অক্টোবর পুনরায় ১১ হাজার ২৪৭ টাকা পাঠাতে বললে ২১ হাজার ২৪৭ টাকা পাঠান। সেদিন লাভসহ ফেরত পান ২৫ হাজার ৪৫ টাকা। ২৬ তারিখ কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল অফার দেওয়া হয়। লোভে পড়ে এদিন প্রথমে ৫ লাখ টাকা দেন। এরপর একটি গ্রোথ ডাটা অফার পাওয়ার কথা বলে আরও ৪ লাখ ৬৭ হাজার ৭৩৭ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। পুনরায় আরেকটি গ্রোথ অফারের লোভে পড়ে ৯ লাখসহ দুই দিনে মোট ২১ লাখ ৫৯ হাজার ৬৮৫ টাকা পাঠান। মোট টাকার লাভসহ ওয়েবসাইটের অ্যাকাউন্টে ৩০ লাখ টাকার বেশি দেখালেও টাকা উত্তোলন করতে পারেনি। পরে তার অ্যাকাউন্টটি ব্লক করে পুনরায় ১৫ লাখ টাকা দাবি করে প্রতারক চক্র। এ ঘটনায় গত ১ ডিসেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী শাখাওয়াত হোসেন। মামলায় ৭ জনকে এজাহারনামীয় আসামি করেন।