সচিবালয়ে আগুন, উদ্ধারে সেনাবাহিনী-বিজিবি
রাজধানীর সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। অন্যদিকে, উদ্ধারে সহায়তা করছে সেনাবাহিনী ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
গতকাল বুধবার মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সেখানে পৌঁছে ফায়ার সার্ভিস। ভয়াবহতা ছড়িয়ে পড়লে তাদের সঙ্গে কাজে যোগ দেয় সেনাবাহিনী-বিজিবি। এরইমধ্যে সোহানুর জামান নয়ন নামে এক ফায়ার ফাইটার মারা যান। ট্রাক চাপায় আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যুর খবর জানায়।