সচিবালয়ে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে একাধিক কমিটি
রাজধানীর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণের খবর এখনও পাওয়া যায়নি। তবে, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে দাবি ফায়ার সার্ভিসের। গতকাল বুধবার মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পান তারা, আর সকাল ৮টা ৫ মিনিট পর্যন্ত ধাপে ধাপে যুক্ত হওয়া মোট ১৯টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত স্বরাষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সচিবালয়ে কেন, কীভাবে আগুন লেগেছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখবে তারা। এ ঘটনা তদন্তে একাধিক কমিটি হবে। কিছুক্ষণ পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।