সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে।’
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিমপ্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
গতকাল বুধবার মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসে ১৯টি ইউনিটের চেষ্টায় সোয়া ছয় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারে সহায়তা করছে সেনাবাহিনী ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ষষ্ঠ তলায়। পরে তা ৭ম ও ৮ম তলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন। আহত আছেন দুই থেকে তিনজন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যসংখ্যা পাঁচ থেকে ১১ জন হতে পারে।
আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কি না, এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর তা বলা যাবে।