আ.লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না : উমামা ফাতেমা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনা পালানোর পাঁচ মাস পর কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো। গত ৫ মাসে সরকারের কী প্রোক্লেমেশন ঘোষণার সুযোগ হয়নি?
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে উমামা ফাতেমা এ মন্তব্য করেন।
উমামা ফাতেমা বলেন, তারা কী এতই ব্যস্ত ছিল, জুলাইয়ের ঘোষণাপত্র করার সময় পাননি? এর পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগটি গ্রহণ করি। জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়।
উমামা ফাতেমা বলেন, গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘোষণা করেছে, সবাইকে নিয়ে প্রোক্লেমেশন ঘোষণা করবে। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। স্পষ্ট বলতে চাই, এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আমরা বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হতো, যদি আলোচনার টেবিলে সবকিছুর সমাধান আসতো। কিন্তু আমরা দেখছি, আলোচনার টেবিলে কোনোকিছুর সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধু রাজপথ।
এ মুখপাত্র বলেন, জুলাই-আগস্টে যারা শহীদ এবং আহত আছেন তাদের প্রতি ন্যায়বিচার হয়নি। এ মানুষগুলোর যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এমনকি সরকারকে সম্পূর্ণ দায় নিয়ে এ পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে। জুলাই মরে যায়নি। আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনও রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে ৯০ ও ৭১ এর মতো ২৪ কে ব্যর্থ হতে দেব না।