সাতক্ষীরায় বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তিবিষয়ক কর্মশালা
সাতক্ষীরায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রান্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে আজ বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শ্যামনগর নকিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে উপস্থাপন করেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ড. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, শ্যামনগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান কবির, সিনিয়ার সহসভাপতি জি এম লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, সহসভাপতি আব্দুল কবির সরদার, সহসাংগঠনিক সম্পাদক অধ্যপক আব্দুল ওহাব প্রমুখ।