অ্যাটর্নি জেনারেলের সাথে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ, দ্রুত বিচারকাজ শেষ করার অনুরোধ
ছেলে হত্যার বিচারকাজ দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন পুলিশের গুলিতে নিহত অসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদের মা নাসিমা আক্তার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় তার সাথে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ আরও কয়েকজন ছিলেন। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন মেজর সিনহার পরিবার।
তারা বলেন, এতদিনেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া, আসামিদের সাজা কার্যকর না হওয়া দুঃখজনক। তবে তারা আশাবাদী, দ্রুতই হাইকোর্টে আপিল শুনানি শুরু হবে। এ সময়, অবসরপ্রাপ্ত একজন সেনাকর্মকর্তা বলেন, বিগত সরকারের প্রত্যক্ষ মদদে বিচারকাজ আটকে ছিল।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়। পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।। বিস্তারিত দেখুন ভিডিওতে।