লুটপাটে জড়িতরা যুবদলে থাকতে পারবে না : জুয়েল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, যারা দলীয় শৃঙ্খলা মেনে চলবে না, চাঁদাবাজি কিংবা লুটপাটে জড়িত হবে, তারা অন্তত ঢাকা মহানগর উত্তর যুবদলে থাকতে পারবে না।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে পল্লবী থানা শাখা যুবদল ৩ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় জুয়েল এসব কথা বলেন।
সভার উদ্বোধনী বক্তব্যে ওয়ার্ড নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শরীফ উদ্দীন জুয়েল বলেন, একটি শান্তিপূর্ণ ও সুসংগঠিত কর্মীসভা আয়োজন করা হয়েছে। কর্মীসভার মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সেতুবন্ধন সৃষ্টি করা।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক বলেন, আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, হামলা-মামলার শিকার হয়েছে একমাত্র তাদেরকে নিয়েই যুবদল ঢাকা মহানগরের অন্তর্গত সকল শাখার কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, প্রধান বক্তা হিসেবে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু যোগ দেন।