ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম
ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাহী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ও মাইটিভির সাংবাদিক সাইফুল ইসলাম। ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম পদাধিকার বলে প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করবেন।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাইফুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়।
সভায় আগামী বছরের জন্য এডিটর নিযুক্ত হন যুগান্তরের ব্যুরো প্রধান আতাউল করিম খোকন ও দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক আব্দুল হাসিম। সভায় বিধিসম্মতভাবে মনোনয়নপত্র দাখিল করায় ১৬ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি অধ্যাপক আবুল কাশেম ও মো. নওয়াব আলী (ইনডিপেনডেন্ট), কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবীর জুয়েল (সময়ের আলো), যুগ্ম সম্পাদক মো. শাহজাহান (দৈনিক স্বজন), ক্রীড়া সম্পাদক আবু সালেহ মো. মুসা (যায়যায়দিন/ ইনডিপেনডেন্ট টিভি), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শরীফুজ্জামান টিটু (সংবাদ/মাছরাঙা টিভি), এ এস এম হোসাইন শাহীদ (যমুনা টিভি), নাট্য ও প্রমোদ সম্পাদক আদিলুজ্জামান আদিল (যুগান্তর/দিগন্ত টিভি), নির্বাহী সদস্য অমিত রায় (বাংলাভিশন/যুগান্তর), ড. ইয়াহিয়া মাহমুদ কামাল, মীর গোলাম মোস্তফা (সাংবাদিক), ড. মোহাম্মদ নুরুল্লাহ, নিয়ামুল কবীর সজল (কালের কণ্ঠ), মোশাররফ হোসেন (আজকের খবর) ও মো. আব্দুল মতিন (দৈনিক নিউ টাইমস)।