খন্দকার মাহবুবের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম খন্দকার মাহবুব হোসেনের রুহের মাগফিরাত কামনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৫ জানুয়ারি) বাদ আসর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খন্দকার মাহবুব হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন। তারা মরহুমের জন্য দোয়া করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইচ চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র গাজী কামরুল ইসলাম সজল, মো. শিশির মনির, মোস্তাফিজুর রহমান, এম মাসুদ রানা, একে খান উজ্জল প্রমুখ।
দোয়া মাহফিলে অংশ নিয়ে জয়নুল আবেদীন বলেন, তার মৃত্যুতে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা আজ তার জন্য দেওয়া করলাম। সকলেই তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছি।
প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গত ৩১ ডিসেম্বর রাত পৌনে ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনার বামনায় জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৪ সালে আইন পাস করে তিনি আইন পেশায় যুক্ত হন।
১৯৮৮ সালের ১৭ জুলাই তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে চারবার নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদে দুইবার দায়িত্ব পালন করেন।