১৮ দলীয় জোটের মিছিলে হামলা, সাবেক মন্ত্রীসহ আসামি ৫৬
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক মন্ত্রীসহ ৫৬ জনের নাম উল্লেখ করে সিরাজগঞ্জের বেলকুচি থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
গতকাল রোববার রাতে বেলকুচি পৌর সভার ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি করেন।
মামলার প্রধান আসামি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, তাঁর স্ত্রী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, লতিফ বিশ্বাসের ছেলে লাজুক বিশ্বাস, বেলকুচি পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, চৌহালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহার সিদ্দিকী, বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোলায়মান হোসেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া আকন্দ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌর শহরের মুকন্দগাতী এলাকা হতে ১৮ দলীয় জোটের একটি মিছিল সোনালী ব্যাংকের সামনের সড়কে পৌঁছালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নেতৃত্বে আসামিরা সেই মিছিলে হামলা চালায়। সেই সঙ্গে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে জোটের তিন নেতাকর্মী আহত হন। সে সময় মামলার পরিবেশ না থাকায় এ বিষয়ে দীর্ঘ দিন পর হামলা ও বিস্ফোরক আইনে এই মামলা করা হয়।
মামলার আসামিদের মধ্যে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গতকাল রোববার (৫ জানুয়ারি) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ১৫ পুলিশ হত্যা মামলায় বর্তমানে তিনি জেলা কারাগারে বন্দি রয়েছেন।