জামালপুরে দুস্থদের মাঝে বিজিবির কম্বল বিতরণ
জামালপুরে অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শহরের ৩৫ বিজিবির মাঠের এ কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় ৩৫ বিজিবির সহকারী পরিচালক মুহাম্মদ শামসুল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে। এরই অংশ হিসেবে সমাজের গরীব, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ১০০ জন অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন বিওপি থেকে প্রত্যন্ত অঞ্চলের আরও ৫০০ জনকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে।