ঐক্যবদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই : দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। আজ শনিবার (১১ জানুয়ারি) রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে দুদু এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। ওলামা দলের আলেমরা আরও বেশি অ্যাক্টিভ (সজাগ) হয়ে জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে হবে।
এ সময় তিনি সব নেতাকর্মীকে ওয়াদাবদ্ধ করান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ধানের শীষ প্রতীক যার হাতে দেবেন তাকে বিজয়ী করাবেন।
শামসুজ্জামান দুদু বলেন, আজকের যে সুসংগটিত কর্মীসভা হলো, এই কর্মী সভা দেখেই বোঝা যায় আগামী নির্বাচনে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল বিএনপি। বিএনপির মার্কা ধানের শীষ। এই দলকে কেউ ঠেকাতে পারবে না। গত ১৫ বছর শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের ওপর যে জুলুম অত্যাচার করেছে, শুধু তাই নয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে, জেলে রেখেছে। এর জবাব আমাদের দিতে হবে। জবাব কীভাবে দেবেন? মানুষের সঙ্গে মিশে, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার মধ্য দিয়ে জবাব দেবেন।
কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, পল্লীবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য শাহ মাওলানা মো. নেসারুল হক, ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, জ্যেষ্ঠ সদস্য মাওলানা মো. ইনামুল হক মাজেদী, সদস্য মাওলানা মো. জামাল উদ্দিন ফয়জি প্রমুখ।