বনশ্রীতে কার্নিশে ঝুলে থাকা কিশোরকে গুলি, অভিযুক্ত এসআই গ্রেপ্তার
ঢাকার রামপুরা-বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনের চার তলার কার্নিশে ঝুলে থাকা কিশোরকে গুলির ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার (২৬ জানুয়ারী) রাত ১০টার দিকে থানা-পুলিশের সহযোগিতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। চঞ্চল সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, চঞ্চল সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
গত বছরের ২৭ জুলাই পুলিশের গুলি থেকে বাঁচতে রামপুরা-বনশ্রীর মেরাদিয়া বাজারে থানার পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের চার তলায় উঠে যায় ওই কিশোর।পুলিশের হাত থেকে বাঁচতে ঝুঁকি নিয়ে কার্নিশে অবস্থান নেয়। পরে পুলিশ সেখানেও যায় এবং ছয় রাউন্ড গুলি করে। ছেলেটি মারা গেছে মনে করে ভবন থেকে নেমে যায় পুলিশ। তবে পরে জানা যায়, গুলিবিদ্ধ ওই কিশোর বেঁচে আছেন।
পুলিশের গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়।