বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে ১২ মাস হাসি থাকবে : কৃষক দল সভাপতি
বিএনপি ক্ষমতায় এলে বার মাসই কৃষকের মুখে হাসি থাকবে বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন।
আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ও বাসুয়াড়ি ইউনিয়ন কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন কেন্দ্রীয় সভাপতি।
হাসান জাফির তুহিন বলেন, কৃষক স্বাবলম্বী হলে দেশও স্বাবলম্বী হবে। সে কারণেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে সেসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।
জামদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে জামদিয়া ইউনিয়নের সাইটখালী মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইউব, জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান প্রমুখ।
ফাঁকা ফসলের মাঠে দুই ইউনিয়নের কৃষক দলের ১০ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
কৃষক-কিষানিরা গরুর গাড়ি সাজিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। সমাবেশকে কেন্দ্র করে পাশে গ্রামীণ মেলাও বসে।