সিদ্দিক সুশীল ভূমিকায় আন্দোলনের সময় যা খুশি করেছেন : পিপি

রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ এই আদেশ দেন।
এর আগে আজ দুপুরে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রিমান্ডে নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম।
রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুব আলম সিদ্দিক বলেন, ‘এই আসামি সুশীল মানুষের ভূমিকায় আন্দোলনের সময় রাস্তায় থেকে যা খুশি করেছে। মামলার ভিকটিম গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিল। তাকে হাসপাতালে নিতে বাধা দেয়। এ ছাড়া সে বিভিন্ন সময় খালেদা জিয়াকে নিয়েও কটূক্তি করে। তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করছি।’
অপরদিকে সিদ্দিকের আইনজীবী জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। ঘটনার সঙ্গে জড়িত না। তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করেন। ছেলেটা অসুস্থ। তিনি নিজেও অসুস্থ। তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।’
এরপর বিচারক জামিনের আবেদন নাকচ করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বিকেলে রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিকুর রহমানকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করে একদল যুবক।
নথি থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।