বিশ্ব ইজতেমা এলাকায় ড্রোন বা ক্যামেরাসহ ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/02/ejtema_pic.jpg)
বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের দুই কিলোমিটার এলাকায় ড্রোন ও ড্রোন ক্যামেরা বা ভিডিও ডিভাইসসহ অন্য কোনো ধরনের ডিভাইস উড়ানো বা ব্যবহারের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আজ ইজতেমায় আখেরী মোনাজাত চলাকালে পৃথক দুটি ড্রোন দুর্ঘটনায় আতংকিত মুসল্লিদের ছোটাছুটিতে কয়েকজন মুসল্লি আহত হন। এ ঘটনার পর ওই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
জিএমপির ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা ২০২৫ চলমান রয়েছে। বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়। তাদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের দুই কিলোমিটারের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অনুমতি ব্যতিত ২ ফেব্রুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোনো ধরনের ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে সরকারি সংস্থা কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও উড্ডয়নের সময় সম্পর্কে জিএমপির সিটিএসবিকে আগে অবগত করার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে একটি ড্রোন হঠাৎ ইজতেমা ময়দানের বিদেশি কামরার টিনের চালার উপর এবং অপর একটি ড্রোন টঙ্গী হাসপাতালের সামনের সড়কে একটি দোকানের বেলুনের উপর আছড়ে পড়ে বিকট শব্দ হয়। এতে ময়দানে সাদ পন্থীরা হামলা চালিয়েছে বলে ঘুজব ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আতংকিত হয়ে কিছু মুসল্লি দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় পদদলিত হয়ে, ড্রেন ও রাস্তায় পড়ে কয়েক জন মুসল্লি আহত হন।