ইবাদত বন্দেগির মাধ্যমে চলছে দ্বিতীয় ধাপের ইজতেমা
গাজীপুরের টঙ্গীর তুরাগ মাঠে তাবলীগ জামাতের শূরায়ি নেজামের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হলো আজ রোববার (৩ ফেব্রুয়ারি)। প্রথম ধাপে আগত বিদেশি মুসল্লিদের সঙ্গে এবার ঢাকাসহ (একাংশ) ২২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। গতকাল বিকেলেই স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি করপোরেশন কর্মীরা মাঠ প্রস্তুত করে নেয়। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।
আজ সকাল থেকে খিত্তার সাথীদের সঙ্গে মুজাকারা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ইজতেমায় বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।
আয়োজকরা জানান, এবার মুসল্লিরা ৪০টি খিত্তায় অবস্থান করে মুরুব্বিদের বয়ান শুনছেন। ৭৬ দেশ থেকে প্রায় ৩ হাজার ৫০ জন বিদেশি মেহমান এখনও খিত্তায় অবস্থান করছেন।তবে আজ সকাল থেকে পাকিস্তানিসহ বেশ কিছু বিদেশি মেহমান ময়দান ত্যাগ করেছেন। বাকি মেহমানরা ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা সম্পন্ন করে দেশ-বিদেশের চিল্লায় এবং নিজ নিজ দেশে ফিরবেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানান, ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে ময়দানে বাহিনীর পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ পাশাপাশি সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা থাকবে।