ধানমণ্ডি ৩২ নম্বরে ধ্বংসপ্রাপ্ত বাড়ি দেখতে উৎসুক জনতার ভিড়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/baarri_1_0.jpg)
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে হাজারো উৎসুক জনতা ভিড় করছেন। সবাই এসেছেন বাড়িটির সর্বশেষ অবস্থা সরাসরি দেখতে। নানা শ্রেণি-পেশার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাড়িটি। ছবি তোলা ও ভিডিও করার পাশাপাশি অনেককে দেখা গেছে ভাঙাচোরা জিনিসপত্র সংগ্রহ করতে।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। ধ্বংসপ্রাপ্ত ভবনটির সামনে আসা উৎসুক জনতারা বলছেন, গত ১৫ বছরে এই জাতির ওপর যে জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, এতে ক্ষুব্ধ দেশের আপামর জনতা। সেই ক্ষত থেকে তারা বাড়িটি ভাঙচুর করেছেন।
এ বিষয়ে মালিবাগ থেকে আসা রবিউল ইসলাম বলেন, এই বাড়িটি থাকার যোগ্যতা হারিয়েছে। আমরা গত তিন দিন ধরে টিভি ও ইউটিউবে দেখেছি। আজ সরাসরি দেখতে আসলাম।
সরেজমিনে দেখা গেছে, বাড়িটি দেখতে এসেছেন নারী-পুরুষ, তরুণ-তরুণী থেকে বৃদ্ধরাও। কেউ এসে বাড়িটির ছবি তুলছেন, আবার কেউ ভাঙা বাড়িটির সামনে সেলফি তুলছেন। অনেকে আবার ইট ও কনক্রিটের অংশগুলো নিয়ে যাচ্ছেন। তারা বলছেন, ইট ও কনক্রিটের অংশগুলো তারা স্মৃতির অংশ হিসেবে বাসায় রেখে দেবেন।
ভবনটির চারদিকে মানুষ আর মানুষ। ভিড় করেছেন সামাজিক মাধ্যমে ভিডিও ছড়ানো ব্যক্তিরাও। তাদের কেউ কেউ লাইভও দিচ্ছেন। আবার কেউ ভিডিও করে নিয়ে যাচ্ছেন। একই চিত্র পূর্ব দিকের ভবনটিতেও। সেখানেও উৎসুক জনতা ভিড় করছেন।
উল্লেখ্য, ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িটি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক্সকাভেটর, বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।