ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/dangu_2.jpg)
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রন্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রন্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও আটজন। চলতি বছরে মোট এক হাজার ২৫৮ জন ডেঙ্গু আক্রন্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ যাবত এক হাজার ১৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
নতুন ভর্তিদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে তিনজন করে এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী রয়েছেন। ২০২৫ সালে এ পর্যন্ত ১১ জন রোগী মারা গেছেন।
এরআগে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন ও ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।