১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক : শফিকুল আলম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/shphikul_aalm.jpg)
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে ব্ক্তব্য দেন। ছবি : বাসস
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করবেন।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিফ্রিংয়ে শফিকুল আলম এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন। প্রথম বৈঠকে সব রাজনৈতিক দলসহ সবাই অংশ নেবেন। সবাই মিলে পরবর্তীতে সম্মিলিত না পৃথক বৈঠক হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।