কুষ্টিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম রাজু হোসেন (১৯)।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দৌলতপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার বৈরাগীরচর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহীম প্রামাণিকের ছেলে।
পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘মাঠে খেসাড়ি তোলার নাম করে রাজুকে ডেকে নেওয়া হয়। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকার স্থানীয় এক যুবকের সঙ্গে রাজুর বাকবিতণ্ডা হয়। এ নিয়ে ওই যুবক রাজুর ওপর চরম ক্ষিপ্ত ছিলেন। গতকাল রাতে একজন রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।