আয়নাঘর পরিদর্শনে বিলম্ব রহস্যজনক : নাছির উদ্দীন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/naachir.jpg)
‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন অনেক দেরিতে হয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এত দিন পার হয়ে গেছে, অথচ এখন গিয়ে পরিদর্শন করা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এই আয়নাঘরে আমাদের অসংখ্য নেতাকর্মী বন্দি ছিলেন। তবে দেরিতে হলেও জনগণ এখন বুঝতে পারছে কীভাবে খুনি হাসিনা বিরোধী মত দমনে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছেন।’
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে বক্তৃতাকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কথা বলেন। এর আগে কলেজের মুক্তমঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন তিনি।
এদিন সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে ভোটের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে ভোটগ্রহণ। সাধারণ শিক্ষার্থীসহ ৪৬২ জন সরাসরি ভোট দিয়ে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
ভোটের ফলাফলে সভাপতি পদে ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন জাসির আহমেদ মসনদ। তার প্রতিদ্বন্দ্বী মোতাসিম বিল্লাহ নয়ন পান ১১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শিমুল হোসেন ১৫৫ ভোট পেয়ে জয়ী হন। দ্বিতীয় স্থান অধিকার করেন সজীব আলী (১০৫ ভোট) এবং তৃতীয় হন শোয়েব আক্তার (৭৭ ভোট)।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা চাই সাধারণ শিক্ষার্থীরাই তাদের নেতা নির্বাচিত করুক। তাদের মতামতই গুরুত্বপূর্ণ।’
কাউন্সিল আয়োজনে থাকা কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, ‘নেতা নির্ধারণের পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে এবার সরাসরি সাধারণ শিক্ষার্থীদের ভোটে নেতা নির্বাচন করা হয়েছে। এতে সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা আসবে।’