নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আগামীকাল মানববন্ধন করবে ছাত্রদল

ধর্ষণ, অনলাইনে হয়রানি ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আগামীকাল সোমবার (১০ মার্চ) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করবে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এ কর্মসূচির লক্ষ্য দেশে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি এই ধরনের অপরাধের শিকারদের জন্য ন্যায়বিচার পাওয়ার ব্যাপক ঘাটতির প্রতিবাদ জানানো।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন বলে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সেই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হয়রানির পাশাপাশি আইনশৃঙ্খলার সার্বিক অবনতি ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে সোমবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।
ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কর্মসূচি সফল করার জন্য দলের সব সদস্য, নেতাকর্মীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।