শবে বরাতে আতশবাজি, পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/dmp.jpg)
পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে আতশবাজি, পটকা ফোটানোসহ অন্যান্য বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহণ ও ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত আতশবাজি, পটকা ফোটানোসহ অন্যান্য বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহণ ও ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজধানীতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেন।